
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার গোল্ডেন আইরন ওয়্যারিং লিমিটেডের কারখানায় মো. বিপ্লব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে ওই কারখানায় কাজ করার সময় লোহার পাত পড়ে আহত বিপ্লবের মৃত্যু হয় সোমবার ভোরে। নিহত বিপ্লব কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. জলিল আহমদের ছেলে বলে জানা গেছে।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, রবিবার রাতে সীতাকুন্ডের একটি শিপ ইয়ার্ড কারখানায় কাজ করার সময় লোহার পাত পড়ে গুরুতর আহত অবস্থায় বিপ্লব নামে এক শ্রমিককে হাসপাতালে আনা হয়।
হাসপাতালের সিট খালি পেয়ে রাত পৌনে ১২টার সময় তাকে নিয়ে যাওয়া হয় বিপ্লবকে ভর্তি করানো হয় বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্টে।
আজ সোমবার ভোরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।