ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে গোল্ডেন ইস্পাতে ফার্নেস বিষ্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে গোল্ডেন ইস্পাত লিমিটেড নামক একটি রি-রোলিং মিল এ ফার্নেস বিষ্ফোরণে ৫ শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়েছে। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ নভেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ডাল চাল মিয়া মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মঞ্জুর আলমের পারিবারিব প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের মালিাকানাধীন গোল্ডেন ইস্পাত লিমিটেড নামক রি-রোলিং মিলসে হটাৎ বিকট শব্দে ফার্নেস বিষ্ফোরণ ঘটে। এতে ফার্নেসের আশপাশে কর্মরত ৫ শ্রমিক কমবেশি অগ্নিদ্বগ্ধ হন। পরে তাদেরকে চমেক ও আল আমিন হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

আল-আমিন হাসপাতালের সুপার ভাইজার নাঈম শাওন ও কর্তব্যরত চিকিৎসক ডাঃ তুহিন জানান, ঘটনার পরপর গোল্ডেন ইস্পাত কর্তৃপক্ষ মোট ৪ জন অগ্নিদ্বগ্ধ শ্রমিককে তাদের হাসপাতালে নিয়ে আসে। কিন্তু দুই শ্রমিক বেশি দগ্ধ না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মোঃ শামীম মিয়া (২৫) ও মিজানের (৩৬) নামক দুই শ্রমিকের শরীর ৫-১০ শতাংশ দগ্ধ হওয়ায় তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডাঃ তুহিন বলেন, তাদেরকে আরো পর্যবেক্ষনে রাখা প্রয়োজন। কয়েকদিন গেলে তারা কেমন আছে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত আরো এক শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোহাগ মিয়া (২৮) নামক ঐ শ্রমিকের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চমেক ফাঁড়ির পুলিশ সদস্যরা জানিয়েছে। সোহাগ সন্দ্বীপের কাছিয়ার পাড় এলাকার শফিউদ্দিনের পুত্র।

গোল্ডেন ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ফার্নেসের মধ্য থেকে গরম পানি পড়ে উক্ত শ্রমিকরা কমবেশি দগ্ধ হয়েছে। এদের মধ্যে আল-আমিন হাসপাতালে দুইজন ও চমেকের বার্ণ ইউনিটে একজন ভর্তি আছে। তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনকারী সীতাকুণ্ড থানার এস.আই মোঃ আমির হামজা বলেন, ফার্নেস বিষ্ফোরণে আহতদের অবস্থা খুব গুরুতর নয় বলে জানান তিনি।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print