t বর্ণাঢ়্য আয়োজনে চবি’র গণিত বিভাগের ২দিন ব্যাপী ‘সুবর্ণজয়ন্তী’ শুরু – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বর্ণাঢ়্য আয়োজনে চবি’র গণিত বিভাগের ২দিন ব্যাপী ‘সুবর্ণজয়ন্তী’ শুরু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগ ঐতিহ্যের সাথে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজন করেছে বিভাগটি। দুইদিনব্যাপী (১৬ ও ১৭ নভেম্বর) এই আয়োজনে রয়েছে বিভিন্ন রকম কর্মসূচি।

আজ শুক্রবার (১৬ নভেম্বর) সকালে জারুলতলায় দুইদিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য একটি র‌্যালি বিভাগের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জারুলতলায় এসে শেষ হয়। এরপর জারুলতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মুরাদ এবং বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিভাগের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, জে. এন. ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ইউজিসি প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং উত্তরা ইউনিভার্সিটির গণিত বিভাগের প্রফেসর ড. নুরুল আলম খান।

আলোচনা সভায় মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, গণিত বিজ্ঞানের একটি মৌলিক বিষয় এবং আধুনিক সভ্যতা বিকাশে গণিতের অসামান্য অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, দেশের অন্যতম উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বীর চট্টলার অহংকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা-গবেষণায় অভুতপূর্ব সাফল্য অর্জন করায় এখন বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। মাননীয় মন্ত্রী সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়ন এবং সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

আলোচনা সভায় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, গণিত বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অন্যতম অংশীদার। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে করেছে সমুজ্জ্বল।

উপাচার্য এই বিভাগের প্রাক্তন শিক্ষক বিশ্ব বরেণ্য গণিত ও ভৌত বিজ্ঞানী চবি গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম এবং এ বিভাগের প্রাক্তন শিক্ষক ও চবি’র সাবেক উপাচার্য প্রয়াত প্রফেসর মোহাম্মদ ফজলী হোসেন-কে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, এ জ্ঞানতাপসবৃন্দ চবি গণিত বিভাগকে জ্ঞান-বিজ্ঞান চর্চার তীর্থ কেন্দ্রে রূপান্তর করার অভিপ্রায় নিয়ে নিরলস কাজ করে গেছেন।

সুবর্ণজয়ন্তীর দু’দিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচি ছিল-বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, পরিচিতি, স্মৃতি কথন এবং সন্ধায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি।

২য় দিন চট্টগ্রাম লাভ লেইনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে থাকবে-স্মৃতি কথন, ব্যাচ ভিত্তিক ফটোসেশন, সমাপণী সেশন, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print