ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন সংস্থার রাস্তা কাটার কাজ স্থগিত রাখার পরামর্শ চসিকের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম ওয়াসার সংযোগ লাইন স্থাপন ও উন্নয়ন কাজের জন্য ওয়াসাসহ বিভিন্ন সরকারী ও সেবা প্রতিষ্ঠান সমূহের রাস্তা কাটার কাজ আপাতত স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, সংযোগ লাইন স্থাপনের জন্য নগরীর বিভিন্ন স্থানের রাস্তা সমূহ কাটার কারণে কিছুটা নাগরিক ভোগান্তি হচ্ছে একথা অস্বীকার করার উপায় নেই। আবার জনস্বার্থে এই উন্নয়ন কার্যক্রম বন্ধও রাখা যাবে না। তাই চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত সংযোগ লাইন স্থাপনের জন্য রাস্তা কাটার কাজ চলবে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আর কোনো সংস্থাকে সংযোগ লাইনের জন্য রাস্তার কাটার অনুমতি দেয়া হবে না। এর মধ্যে সংযোগ লাইন স্থাপনের জন্য কাটা সড়কগুলো মেরামত ও গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মঙ্গলবার সকালে চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের ৪০তম সাধারন সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র এ পরামর্শ দেন। চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা,প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুফিদুল আলম,উপ পুলিশ কমিশনার সদর শ্যামল বৈদ্য নাথ মঞ্চে উপস্থিত ছিলেন। সভায় চসিকের প্যানেল মেয়র কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল সহ চসিকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ সরকারি ও সেবা সংস্থা দায়িত্বশীল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় অর্থ ও সংস্থাপন,শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ,আইন শৃংখলা,পরিচালনা ও রক্ষণা বেক্ষণ, যোগাযোগ, দারিদ্র হ্রাস করন ও বস্তি উন্নয়ন,নগর পরিকল্পনা ও উন্নয়ন,পরিবেশ উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা,সমাজকল্যান ও কমিউনিটি সেন্টার এবং পানি ও বিদ্যুৎ ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগণ স্ব স্ব কমিটির কার্যবিবরণী উপস্থাপন করেন এবং আলোচনান্তে সিদ্ধান্ত গৃহিত হয়। সভার প্রারম্ভে সম্প্রতি নগরীতে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র সামনের মাসে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে সবাত্মাক সহযোগিতার করার আহবান জানান। মেয়র বলেন জাতীয় গুরুত্বপূর্ণ এই কাজে আপনাদের ভূমিকা রয়েছে। তাই আসন্ন নির্বাচনে যাতে নগরীতে শান্তি শৃংখলা বজায় থাকে এ ব্যাপারে আপনাদের দায়িত্ব রয়েছে। পুলিশ ও আইনশৃংখলা বাহিনী আপনাদের সহযোগীতা করবে। আপনারা শুধু সজাগ থাকবেন কোন ধরনের গোলযোগ সৃষ্টির মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে ব্যাহত না হয়।

সভায় সিটি মেয়র আরো বলেন নগরীর ৪১ টি ওয়ার্ডে অনেক সম্পদ আছে। এগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করতে হবে। কর্পোরেশনের আয়ের ওপর নির্ভর করবে নগরীর উন্নয়ন কার্যক্রম। তাই থানা ভিত্তিক জরিপের মাধ্যমে আয়বর্ধক কি ধরনের প্রকল্প হাতে নেয়া যায় এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কাউন্সিলরদের প্রতি আহবান জানান। তিনি সড়ক বাতি স্থাপনের মাধ্যমে নগরীর আলোকায়নের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন। মেয়র সড়ক বাতি সরববাহ ও মেরামতের জন্য কাউন্সিলরদের চাহিদা মোতাবেক মালামাল সরবরাহ করা হচ্ছে জানিয়ে, তাদেরকে তা বুঝে নিয়ে কাজের তদারকী করতে বলেন। পরিচ্ছন্ন কাজে সব ওয়ার্ডে ভ্যানগাড়ির পরিবর্তে টমটম গাড়ী ব্যবহার হবে বলে মেয়র সভায় জানান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print