
জেলার হাটহাজারী উপজেলার বড়দিঘীরপাড়ে সড়ক দুর্ঘটনায় রতন মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ শনিবার ২৪নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের হাটহাজারী-অক্সিজেন মহাসড়ক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির সাথে হাটহাজারী স্পেশাল সার্ভিস (দ্রুতযান ) নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ।
নিহত রতন মল্লিক ফতেপুর বটতল উত্তর পাড়ার মৃত সুধীর মল্লিকের ছেলে বলে জানা গেছে ।
হাটহাজারী থানার এস আই জালাল উদ্দিন ভূঁইয়া জানায়, চট্টগ্রাম শহর থেকে হাটহাজারী মুখী স্পেশাল (দ্রুতযান, চট্টমেট্টো-১১-০৯০০) নামের একটি যাত্রীবাহী বাস বড়দিঘীর পাড়ে আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রতন মল্লিক নিহত হয়।
পরে খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গেলে হাটহাজারী স্পেশাল (দ্রুতযান) আটক করে থানায় নিয়ে আসি,চালক পলাতক রয়েছে। রতন মল্লিকের লাশ চমেকে রয়েছে।