চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে জেলার পটিয়া উপজেলা ও মহানগরীর বন্দর থানা এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহতরা হলেন-পিইসি পরিক্ষার্থী ঈশা আকতারের (১২) ও নারী পোষাক শ্রমিক মেহেরুন আক্তার (২৬)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে সকাল ৯টার দিকে বাড়ী থেকে বেরিয়ে ঈশা আকতার পটিয়ার ছিলাশাহ মার্কেটের সামনে মহাসড়কে বাসের জন্য দাড়িয়েছিল। এ সময় একটি বাস রাস্তার পাশে তাকে চাপা দেয়। তাকে হাসপাতালে আনার পথে মৃত্যু হয়েছে।
নিহত ঈশা আকতার পটিয়ার বিনিনিহারা এলাকার দিদারুল ইসলামের মেয়ে। তার পরীক্ষার কেন্দ্র ছিল শান্তির হাট কুসুমপুরা সরকারি উচ্চ বিদ্যালয়।
এদিকে সকালে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর বন্দর থানা এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন মেহেরুন আক্তার (২৬) নামে এক নারী পোষাক শ্রমিক। সকাল সোয়া ৭টার দিকে ২ নম্বর মাইলের মাথা আলী মাঝির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক পাঠক ডট নিউজকে বলেন, সকালে পায়ে হেঁটে গার্মেন্টস কারখানায় যাওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন মেহেরুন আক্তার। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেহেরুন একই এলাকার রাসেল এর স্ত্রী।