
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে উত্তর বাইপাস টেকনো ফিলিং ষ্টেশনের সামনে লরি ও টেক্টেরের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত (৪৫) এর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন মোস্তফা (২৫) ও মামুন (২৫) নামের দুইজন।
আজ শনিবার (৮ ডিসেম্বর) সকাল ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশণ্কাজনক বলে জানা গেছে। আহত মামুনের বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর এলাকায়। অপরজনের ঠিকানা তাৎক্ষনিক পাওয়া যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই রফিক জানান, আমি নিহত ও আহতদের নিয়ে চমেক হাসপাতালে আছি। ঘটনায় একজন মারা গেছে ও আরো ২ জন আহত আছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশন্কাজনক।
