
চট্টগ্রাম-১০ সংসদীয় আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: মো: আফছারুল আমীনের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা বুধবার সকাল ৮টায় বাবা-মা ও চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা এম.এ. আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম.এ. মান্নান, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী ও ইনামুল হক দানু’র কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়।
তিনি প্রথমে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ও বিকেলে ১৪নং লালখান বাজার ওয়ার্ডের জনসাধারণের সাথে উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
এসময় তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে চলমান রাখার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারকে বহাল রাখার জন্য আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কবর জিয়ারত ও গণসংযোগ চলাকালীন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লায়ন মো: হোসেন, সাইফুদ্দিন খালেদ বাহার, মোমিনুল হক, সাংবাদিক মনজুরুল আলম মনজু, সিদ্দিক আহমদ, এফ. কবির আহমদ মানিক, মোরশেদ আকতার চৌধুরী, নাজমুল হক ডিউক, শেখ দেলোয়ার, এড. রেহেনা কবির রানু, আবু তাহের, রেজাউল করিম কায়সার, অধ্যাপক মো: ইসমাইল, মো: আসলাম সওদাগর, নাজমুল ইসলাম, মো: জাকারিয়া, মো: সিরাজুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন চৌধুরী তুফান, মো: বেলাল হোসেন, মো: শামসুল ইসলাম, মো: সাইফুদ্দিন, আজাদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।