
পটিয়ার সাবেক এমপি শাহনাজ চৌধুরী মন্টুর কবর জেয়ারতের মাধ্যমে পটিয়া বিএনপির ধানের শীষের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম বলেছেন পটিয়াকে মাদকমুক্ত করতে ও উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অলি গলিতে মাদক বেড়েছে। এর থেকে যুব সমাজ পরিত্রান পেতে চান।
তিনি ১৪ ডিসেম্বর (শুক্রবার) বাদে আছর পটিয়ার সাবেক এমপি শাহনাজ চৌধুরী মন্টুর কবর জেয়ারত শেষে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম এই কথা বলেন।
হুলাইন এয়াছিন আউলিয়া মাদ্রাসার মাঠে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নুরুল আমিন এমএসসি, আবুল কালাম আজাদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, ফজলুল কাদের, মো. হাসান, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট আহমদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ জেলার সভাপতি সাইফুদ্দিন শালা মিঠু, ছাত্রদল নেতা শাহ আলম, নাজিম, পারভেজ, রবি, পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন, রবিউল হাসান সৌরভ, রিদোয়ান, সায়মন, রনি, শাকিল। বিএনপির প্রার্থী এনামুল হক এনাম উপজেলার হাবিলাসদ্বীপ, হুলাইন, পাচুরিয়া, সফর আলী মুন্সির হাটসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় দলের শত শত নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামকে বিজয়ী করার আহবান জানান।