
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আজ দুইটি শক্তি। একটি গণতন্ত্রের পক্ষে আরেকটি বিপক্ষে। দেশের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। এবারো সকল ভয়ভীতি, গণগ্রেফতার, গণঅভিযান উপেক্ষা করে গণতন্ত্রের পক্ষে রায় দিবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ব্যালেটের মাধ্যমে বিপ্লব ঘটাবে। দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা ফিরিয়ে আনবে।
তিনি আজ শনিবার বন্দর থানার ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ বক্তব্য রাখেন।
আমীর খসরু আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নাই বরং গ্রেফতার, হয়রানি, ভয়ভীতি আরো বেড়ে গেছে। তারপরও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের অংশ হিসাবে আমরা ভোটে অংশ নিয়েছি। ধানের শীষের পক্ষে জনগণের প্রচুর সাড়া দেখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে গেছে। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে জিতে আসতে চায়।
সকাল ১০ টায় সল্টগোলা ক্রসিং থেকে গণসংযোগ শুরু হয়ে ইসহাক মিস্ত্রী হাট, ডাকঘর, লোহারপুল, ধুপপুল, ২নং সাইড, তৈয়বীয়া মাদ্রাসা, বাকের আলী ফকির টেক, পুলিশ বিট, কালা মাঝির পাড়া, ওমর শাহ্ পাড়া হয়ে কলশি দিঘির পাড় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, শেখ নুর উল্লাহ বাহার, এডভোকেট মোঃ নেজাম উদ্দিন, এডভোকেট সেলিম উদ্দিন সিদ্দিকী শাহিন, মোঃ সেলিম, মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, হাজী হানিফ সওদাগর, জাহিদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদ, মোঃ রোকন উদ্দিন, বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন, মোঃ ইসমাইল খান, মহিলা দলের ফাতেমা বাদশা, জেসমিন খানম, শাহেদা খানম, হাজী এবাদুর রহমান, মোঃ হারুন, নাছের মোহাম্মদ, মাহাবুবুল আলম বাচ্চু, মোঃ নেজাম, মোঃ ওসমান, হাজী হোসেন, হাজী ফারুক আহমদ, হুমায়ূন কবির সোহেল, আলহাজ্ব মোঃ জাহেদ, আবু সাঈদ হারুন, মোঃ হাসান, মোঃ নেজাম উদ্দিন, মঞ্জুর মোরশেদ, আলী আজম, কামরুল ইসলাম, শহিদুল আলম আরজু, হাজী ইউসুফ কোম্পানী, আবু বক্কর বকুল, হাজী ইলিয়াস, আনোয়ার হোসেন জুনু, মোঃ মহিউদ্দিন, মোঃ খান, তাজ উদ্দিন, মোঃ আজম, মোঃ আফসার, মহিলা দল নেত্রী আরজুন নাহার মান্না, গোলজার বেগম সহ প্রমুখ নেতৃবৃন্দ।