
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কারাবন্দী নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেনের পক্ষে মহান বিজয় দিবসের র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে এই র্যালী অনুষ্ঠিত হয়।

র্যালীতে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের ১৪টি ওয়ার্ড যথাক্রমে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড, ১৬ নং চকবাজার ওয়ার্ড, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ,১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড, ১৯ নং দক্ষিন বাকলিয়া ওয়ার্ড, ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড, ২১ নং জামালখান ওয়ার্ড, ২২ নং এনায়াতবাজার ওয়ার্ড, ২৩ নং পাঠানটুলি ওয়ার্ড, ৩১ নং আলকরন ওয়ার্ড, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৫ নং বক্সীরহাট ওয়ার্ড থেকে বিএনপি,যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গেঞ্জি, ব্যানার, ক্যাপ ও জাতীয় পতাকা সহকারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় র্যালিতে যোগদান করেন।
র্যালীতে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই, গণতন্ত্রেও মুক্তি চাই ধানের শীষে ভোট চাই, ডা: শাহাদাত হোসেনের মুক্তি চাই ধানের শীষে ভোট চাই শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে।