
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়ীতে অভিযান চালানো হচ্ছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গতরাতে চট্টগ্রামের শতাধিক বিএনপির নেতাকর্মীর বাসায় পুলিশ তল্লাশি চালায়।
বিএনপির সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্সা ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ কামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেফতারের পর তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ডিউটি অফিসার এএসআই মামুন পাঠক ডট নিউজকে বলেন, সুনির্দিষ্ট মামলায় কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম-২ সংসদীয় আসনের ফটিকছড়ি উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমানুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসার দরজা ভেঙ্গে তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে জানতে ফটিকছড়ি থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত অফিসার ওসির সাথে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা যুবদলের সহকারী সম্পাদক ফয়েজ তারেক।
চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনের বাঁশখালী পৌরসভা থেকে ছাত্রদল কর্মী মোঃ মফিজকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। একই এলাকায় রাতের অন্ধকারে ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে দুর্বত্তরা।
চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের আনোয়ারা উপজেলার কর্নফুলী থানার বটতলী ইউনিয়নের পূর্বগরিয়া এলাকায় প্রতিদিন রাতেই পুলিশ বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। বাসা-বাড়ীতে পুরুষদের না পেয়ে মহিলাদের সাথে দুর্বব্যবহার করেন। এমতাবস্থায় সাধারণ ভোটাররা আতংকিত অবস্থায় রয়েছে।