t সংবাদ সম্মেলনে হাটহাজারীর ওসি’র প্রত্যাহার চাইলেন মেজর অব. ইবরাহিম – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সংবাদ সম্মেলনে হাটহাজারীর ওসি’র প্রত্যাহার চাইলেন মেজর অব. ইবরাহিম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হাটহাজারীতে ধানের শীষের প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

আজ রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত তিনি অভিযোগ করেন আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।

এ হামলার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ  হওয়ায় সংবাদ সম্মেলনে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারও দাবি করেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

তিনি অভিযোগ করে বলেন, ‘ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামীমের ভাই মো. সেলিম ও ছাত্রলীগ নেতা শাহ আলমের নেতৃত্বে ১০-১২ জন যুবক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের উত্তর পাশে আমাদের গাড়িবহরে হামলা করে।’

তিনি বলেন, হামলাকারীরা প্রথমে হত্যার উদ্দেশ্যে আমাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরে গাড়ি থেকে নামাতে না পেরে আমাকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়ে মারে। এ সময় আমার সঙ্গে থাকা চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুহাম্মদ মহসিন, আমার গাড়িচালক সুমন নাথ ও আমি আহত হই।’

তিনি অভিযোগ করেন, ‘হামলাকারীরা আমাদের উপর হামলা করে উল্টো হাটহাজারী থানায় আমাদের বিরুদ্ধে মামলা করতে গেছে।’

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীরের প্রত্যাহার দাবি করে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘হাটহাজারী থানা পুলিশ ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের গ্রেফতার করে গায়েবী মামলা দিচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশীর নামে হুমকি দিচ্ছে। ছিফাতলী ইউনিয়নে আমাদের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে দুইবার, গড়দুয়ারা এলাকায়ও হামলা করা হয়েছে। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ উল্টো আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে।’

এর আগে আজ রবিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের উত্তর পাশে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গাড়িবহরে হামলা করে অন্তত ৫ জনকে আহত ও ৪/৫টি কার মাইক্রো ভাঙচুর করে।

সংবাদ সম্মেলনে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মনজু, জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print