
নারায়ণগঞ্জে থানায় ঢুকে ডিউটি অফিসারকে গুলি করে হত্যার চেষ্টায় আটক হওয়া জাতীয় পার্টি নেতা আল জয়নালকে অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় ওই ঘটনার পর আটক করার ১৮ ঘণ্টার মাথায় মঙ্গলবার বিকালে জয়নালকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় নগরী জুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
জানা গেছে, সোমবার রাতে আল জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে পুলিশ আল জয়নালকে আটক করে।
ঘটনার পরপরই রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছিলেন, প্রাথমিকভাবে নিশ্চিত যে থানার ডিউটি অফিসারকে হত্যা করতেই এ কাজটি করেছেন জয়নাল। যদিও আল জয়নালের দাবি ছিল বৈধ অস্ত্র জমা দিতে থানায় প্রবেশ করেছিলেন তিনি।
এদিকে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে আটককৃত আল জয়নালকে ছেড়ে দেয় সদর মডেল থানা পুলিশ। তাকে ছেড়ে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম।