t জেলা পুলিশের উদ্যোগে “প্রবাসী সহায়তা ডেস্ক” চালু – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জেলা পুলিশের উদ্যোগে “প্রবাসী সহায়তা ডেস্ক” চালু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রবাসে কর্মরত চট্টগ্রাম জেলার নাগরিকদের সহায়তা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ নামের একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। আজ ৫ জানুয়ারি ২০১৯খ্রি. বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে “প্রবাসী সহায়তা ডেস্ক” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম সমিতি ওমান শাখার সভাপতি ইয়াছিন চৌধুরী, জাপান প্রবাসী গাজী হাফিজ, কাতার প্রবাসী লেখক-সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ।

.

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ওমান প্রবাসী নিউরো-সার্জন ডা: নাজিম উদ্দিন, দুবাই প্রবাসী নুর আলম সিকদার, ওমান প্রবাসী মোসাদ্দেক চৌধুরী, আবুধাবী প্রবাসী আলাউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ ওমান শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আবুধাবী প্রবাসী নাসির তালুকদার, আরবআমিরাত প্রবাসী সেলিম উদ্দিন, কাতার বঙ্গবন্ধু পরিষদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ বিভিন্ন প্রবাসী নাগরিকবৃন্দ।

চট্টগ্রাম জেলার প্রবাসীদের সহযোগিতার জন্য চালু করা “প্রবাসী সহায়তা ডেস্ক” এর হটলাইন মোবাইল নং-০১৭৬৯৬৯৪২৭৪। ই-মেইল এ্যাড্রেস spchittagong@police.gov.bd/dsbchittagong@police.gov.bd ও ফ্যাক্স নং- ০৩১৭২৬৮৬৪/০৩১৭২৬৮৬৬।

সভায় প্রবাসীরা তাদের বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশের এ উদ্যোগ’কে স্বাগত জানান। তারা প্রবাসী’দের পরিবার পরিজনের নিরাপত্তা বিধান ও তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের আবেদন করেন। বাংলাদেশ হতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ’কে ফাঁকি দিয়ে বিভিন্নভাবে মাদক বহি:র্বিশ্বে পাচার হওয়ায় দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং এজন্য ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বিদেশ গমনাগমনকারীদের লাগেজ ভালোভাবে স্ক্যানিং করার উপর গুরুত্বারোপ করেন। হুন্ডির মাধ্যমে বিদেশ হতে অর্থ প্রেরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। এতে দেশ বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। তারা বৈধভাবে দেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের যথাযথ সম্মাননা প্রদানের দাবী জানান।

প্রধান অতিথি’র বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা বলেন দলমত নির্বিশেষে সকল প্রবাসী’দের কল্যাণে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। তিনি প্রবাসী’দের এ হেল্প ডেস্কের সহায়তা নেয়ার অনুরোধ করেন।

চট্টগ্রাম জেলার ১৬টি থানা এলাকায় পর্যায়ক্রমে এ হেল্প ডেস্কের শাখা চালু করা হবে এবং প্রবাসী’দের সমস্যা সমাধান ও নিরাপত্তা বিধানে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বিক আইনগত সহায়তা প্রদান করবে মর্মে আশ্বস্ত করেন। অবৈধ জিনিসপত্র বাংলাদেশ হতে বিদেশে পাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে জানান। তিনি হেল্প ডেস্ক চালু হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমসহ সকল’কে প্রচার করার জন্য অনুরোধ জানান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print