
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৯) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, দেওয়ানহাট এলাকায় ভোর সোয়া ৫টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।