t পুলিশ সেবা সপ্তাহে সিএসপির বিভিন্ন থানায় র‌্যালীসহ নানা কর্মসূচি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুলিশ সেবা সপ্তাহে সিএসপির বিভিন্ন থানায় র‌্যালীসহ নানা কর্মসূচি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ। এ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় রক্তদান কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) নগরীতে বিভিন্ন থানা থেকে পৃথক পৃথক র‌্যালি বের করা হয়।

সকাল ১০টায় পাঁচলাইশ থানা প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

পরে সিএমপি কমিশনার পাঁচলাইশ থানা ও পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি পাঁচলাইশ থানা থেকে শুরু হয়ে প্রবর্তক মোড় ঘুরে শেষ হয়।

র‌্যালিতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান ছাড়াও অংশ নেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মিজানুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরীসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

কোতোয়ালী থানার র‌্যালী।

এদিকে পুলিশ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে কোতোয়ালী থানা ও কোতোয়ালী থানা কমিউনিটি পুলিশিং কমিটি।

দুপুরে কোতোয়ালী থানা প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কোতোয়ালী মোড়, জিপিও, নিউমার্কেট মোড়, আমতল মোড়, শহীদ মিনার গেইট, সিনেমা প্যালেস হয়ে লালদীঘির পাড় প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কোতোয়ালী থানা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম বাপ্পিসহ অন্যরা।

.

চকবাজার থানায় পুলিশ সেবা সপ্তাহ – ২০১৯ উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মোঃ হাসান চৌধুরী, অতিঃ উপ-পুলিশ কমিশনার(সদর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নোবেল চাকমা, সহঃ পুলিশ কমিশনার, চকবাজার জোন।

পুলিশ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে পতেঙ্গা থানা ও পতেঙ্গা থানা কমিউনিটি পুলিশিং কমিটি।  সকাল ১১টায় পতেঙ্গা থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে স্টিলমিল বাজার, কাটগড় ঘুরে ফের থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পতেঙ্গা থানার র‌্যালী

পুলিশ সেবা সপ্তাহ-উপলক্ষে কর্ণফুলী জোন কর্তৃক এর ৫ম দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিনিয়র সহকারী উপ-পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মোঃ জাহেদুল ইসলাম, পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া, কাউন্সিলর  সালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন, থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব হাজী জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোঃ শাহাদাৎ হাসান, স্বাধীনতা নারী শক্তি ‘র পরিচালক জনাবা হালিমা বারেক, পরিচালক জনাবা মাহবুবা আরা সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দসহ পতেঙ্গার বিভিন্ন পেশার মানুষ ও সংগঠন।

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print