t চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মহান ২১ ফেব্রুয়ারীতে যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা সৈনিক শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন জাতি। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল হাজারো মানুষের। শিশু, নারী, বৃদ্ধ কারো হাতে ছিল পুষ্পস্তবক আবার কারো হাতে লাল টকটকে গোলাপ। শহীদ মিনার এবং আশপাশের এলাকা হয়ে উঠে লোকে লোকারণ্য।

রাত ১২টা ১ মিনিট বাজতেই বেজে উঠে একুশের প্রথম প্রহরের ঘণ্টা। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদনের মধ্যদিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রথমে শহীদ মিনারে ফুল দেন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও এবিএম ফজলে করিম এমপি।

.

পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো.মাহাবুবর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার নূর ই আলম মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক মো.ইলিয়াস হোসেনও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন মীর হেলাল।

মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমান্ডের নেতারা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তাদের সঙ্গে ছিল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও শহিদ মিনারে ফুল দেওয়া হয়েছে।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম প্রেস ক্লাব, মহানগর যুবলীগ, চট্টগ্রাম নৌ পুলিশ, চট্টগ্রাম আনসার, চট্টগ্রাম কারাগার, চট্টগ্রাম সিভিল সার্জন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ, চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম আনসার ভিডিপি, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print