
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ছিনতাইকারীর জিম্মি করা বাংলাদেশ বিমানের (বিজি-১৪৭) ফ্লাইটে আটকা পড়া ১৪৭ জন যাত্রী অবশেষে দুবাইয়ের উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেছে।
প্রায় ২০ ঘন্টা পর আজ সোমবার দুপুর দেড়টায় আটকাপড়া যাত্রীরা অন্য একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে উড্ডয়ন করেছে বলে সিভিল এভিয়েশন কর্মকর্তারা জানা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, রবিবার (২৪ ফেব্রুয়ারি) ছিনতাই চেষ্টার পর আটকাপড়া যাত্রীদের অন্য একটি বিমানে করে দুবাই নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার অবসান হওয়ার পর গতকাল রাত থেকেই বিমানবন্দর পুরো দমে চালু হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।