
বিমান ছিনতাইয়ের চেষ্টার দায়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যৌথ বাহিনীর কমান্ডো হামলায় নিহত যুবক মাহমুদ পলাশ (২৪) এর লাশ নিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোন স্বজন চট্টগ্রাম আসেনি।
বিকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পড়ে রয়েছে।
জানাগেছে নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিআর জাহানের ছেলে পলাশ।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন- আমরা তার অভিভাবকের জন্য অপেক্ষা করছি। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
তবে লাশ নিতে কেউ এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি। তিনি বলে আমরা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করবো। কেউ লাশ না নিলে আনজুমানে মফিদুল ইসলামকে লাশ দাফনের জন্য দেয়া হবে।
এদিকে নিহত যুবক পলাশের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তার পরিবার। আজ সোমবার দুপুরে পলাশের বাবা পিয়ার সরদার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, পলাশ আমার একমাত্র ছেলে। আমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে জান্নাত নামে চার বছরের এক মেয়ে আছে।
সে পলাল পরিবারের অবাধ্য সন্তান ছিল। তাই তার লাশ আমরা গ্রহণ করতে চাই না।