
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ এমরান চৌধুরীর (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সোমবার ইছাপুর বাজারে দুপুর পৌনে ২টার দিকে এক যুবক অতর্কিতভাবে এমরানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।