
চট্টগ্রামের কর্ণফুলি থানার শিকলবাহা এলাকায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে আজগর আলী (৩০) এক ব্যাক্তিকে হত্যা করেছে মাদক সেবিরা।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজম আলীর পুকুর পাড়ে এ ঘটনা ঘটেছে।
নিহত আজগর আলী একই এলাকার মোহাম্মদ সালেহর ছেলে বলে পুলিশ জানায়।
কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর পাঠক ডট নিউজকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি জানান, তিনি ঢাকায় আছেন।
কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ হোসেন জানান, গতকাল রাতে স্থানীয় আজম আলীর পুকুর পাড়ে একটি ঝুপড়িতে বসে এলাকায় কয়েক যুবক ইয়াবা সেবন করার সময় আলী আজগর তাদের বাধা দেয়। এতে আজগরের সাথে যুবকদের হাতাহাতির ঘটনার এক পর্যায়ে যুবকদের একজন আজগরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় সে মাদক সেবি যুবকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই মোহাম্মদ হোসেন।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে আহত আলী আজগরকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।