
শ্যামল দাশ (২৬), তার পেশ নগরীর বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে প্রার্থনারত নারী পুরুষের মোবাইলসহ বিভিন্ন দামী-মালামাল চুরি করা।
গতকাল শুক্রবার নগরীর কোতোয়ারী থানার পাথরঘাটা হরেশ চন্দ্র মুন্সেফ লেইনস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে প্রার্থনারত এক ব্যবসায়ীর মোবাইল চুরি করে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আটক হয়েছে শ্যামল।
পুলিশের কাছে শ্যামল স্বীকার করেছে ইতোপূর্বে নগরীর বিভিন্ন মন্দিরে সে চুরি করেছে।
শুক্রবার মোবাইল চুরি হওয়া ব্যবসায়ী মান্না বিশ্বাস পাঠক ডট নিউজকে জানান, আমি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হরেশ চন্দ্র মুন্সেফ লেইনস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের ভিতর প্রার্থণা শেষে দেখি যে, আমার পাশে ফ্লোরের উপর রাখা আমার ব্যবহৃত দামী মোবাইলটি চুরি হয়ে গেছে। আমি তৎক্ষনিক টহলরত থাকা থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে থানা পুলিশের সহযোগিতায় চোর ধরা পড়ে ও আমি মোবাইলটি ফেরত পাই।
এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন পাঠক ডট নিউজকে বলেন, আমরা মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করি। তারপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করি। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত চোর নগরীর বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে চুরি করে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।