t মিরসরাইয়ে মহিলা মেম্বারের বাড়িতে হামলা ভাঙচুর – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে মহিলা মেম্বারের বাড়িতে হামলা ভাঙচুর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

hamla
ছবি: প্রতিকী।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের সদস্য (মেম্বার) জেসমিন আক্তারের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা জেসমিনের বাড়িঘর ভাংচুর করে। হামলায় হাসিনা আক্তার নামে একজন গুরুত্বর আহত হয়। সোমবার (২৯ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে জোরারগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেসমিন আক্তার জানান, তার বাবা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে পানি উন্নয়ন বোর্ড একটি জমি ইজারা দেয়। সেটি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি পার্শ¦বর্তী আবুল কালামের পরিবার ওই জমিটি দখলের পাঁয়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করে।

হামলা চালিয়ে তারা বাড়িঘর ভাংচুর ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। হামলায় বাধা দিতে গেলে জেসমিনের খালাতো বোন হাসিনার ওপরও সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা হাসিনার মাথা ফাটিয়ে দেয়। তাকে (হাসিনাকে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় অংশ নেয় স্থানীয় আজমনগর এলাকার একটি সন্ত্রাসী বাহিনীর লোকজন।

তিনি আরো বলেন, তিনি বাদি হয়ে সাইফুল হক, মহসিন, পারভিন, ইকবাল, রাহেলা, রাশেদা, নাসিমা, রোকেয়াসহ ১০/১২ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তিনি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।

হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবুল কালাম সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এই হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার দ্রুত বিচার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মাঈন উদ্দিন জানান, তিনি মহিলা মেম্বারের বাড়ি পরিদর্শন করে এসেছেন। তিনি আরো বলেন, হামলাকারীরা জেসমিনের বাড়ির বেড়া কেটে ফেলেছে। তাদের পরিবারের লোকজনকে মারধর করেছে। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print