ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে দেশবাসী সংঙ্কিত : ডা: শাহাদাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ এপ্রিল) বুধবার বাদে আসর হযরত আমানত শাহ্ (রহ:) দরগাহ্ জামে মসজিদে কেন্দ্র ঘোষিত এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগছেন। তিনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না। কারাগারে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি।

ডা: শাহাদাত আরো বলেন, বিএনপির পক্ষ থেকে বার বার দাবী করা হয়েছে বেগম খালেদা জিয়ার পছন্দ মতো একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হোক। কিন্তু বেগম খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী চিকিৎসার দাবীকে অগ্রায্য করে তাকে আবারো পিজি হাসপাতালে নিয়ে এসেছে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে দেশবাসী সংঙ্কিত।

দোয়া মাহফিলে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি জটিল রোগে আক্রান্ত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে। ক্ষমতাশীনরা সুকৌশলে বিনা চিকিৎসায় বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দমত চিকিৎসা সেবা প্রদান ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, সরকার বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে অন্যায় ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এই সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহাজাদা এনায়েত উল্লাহ খান।

দোয়া মাহফিলে শরীক হন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম.এ আজিজ, মো: মিয়া ভোলা, শফিকুর রহমান স্বপন, সৈয়দ আহমদ, অধ্যাপক নুরুল আলম রাজু, মো: ইকবাল চৌধুরী, এস.এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, গাজী মো: সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির আহমদ, মো: ইব্রাহিম চৌধুরী, সম্পাদকবৃন্দ-এম আই চৌধুরী মামুন, হামিদ হোসেন, হাজী নুরুল আক্তার, ডা: এস এম সরওয়ার আলম, হেলাল চৌধুরী, আব্দুল নবী প্রিন্স, মো: আলী, আব্দুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, আব্দুল্লাহ আল হারুন, শেখ নুরুল্লা বাহার, নগর বিএনপির সহ-সম্পাদকবৃন্দ একেএম পেয়ারু, আব্দুল হালিম স্বপন, মো: ইদ্রিস আলী, মো: শাহাজান, আবু মুছা, বেলায়েত হোসেন বুলু, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আবুল খায়ের মেম্বার, মোস্তাফিজুর রহমান বুলু, আব্দুল হাই, আলি আজম, থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহিন, শরিফ উদ্দিন খান, আব্দুল কাদের জসিম, মাঈনুদ্দিন চৌধুরী মাঈনু প্রমুখ।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print