ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সকাজার জেলার মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহেশখালী পৌরসভার কাউন্সিলর ছালামত উল্লাহ উপর নৃশংস হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। লোহার রড, হাড়ুতি দিয়ে তাকে পুরো শরীরের বেধড়ম আঘাত করা হয়েছে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভতি করা হয়।

জানা গেছে, গোরকঘাটার একদল সন্ত্রাসী রাতের আঁধারে বাড়ি ফেরার আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাড়ুতি দিয়ে তাকে পুরো শরীরের বেধড়ম আঘাত করেছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে কিছু চিহ্নিত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ছালামত উল্লাহ। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সালামত উল্লাহর অভিযোগ, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার নির্দেশে তার ওপর এই হামলা চালানো হয়েছে। পরে হামলাকারীরা তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক শাহিন আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘আহত সালামত উল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাই সালামত উল্লাহকে বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া। তিনি বলেন, ‘আমি কক্সবাজারে ছিলাম। সালামত উল্লাহকে মদ্যপান অবস্থায় স্থানীয় জনগণ গণধোলাই দিয়েছে।’

সাংবাদিক ছালামত উল্লাহর উপর হামলার ঘটনায় সর্বত্র ক্ষোভ বিরাজ করছে। সর্বস্তরের মানুষ এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print