ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাস্টার জাফরের অবদান ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেছেন, ভাষা, শিক্ষা ও সমাজ সেবায় পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম (মাস্টার জাফর) যে অবদান রেখে গেছেন তা ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপি রাজনীতির মাধ্যমে নেতৃত্বের সম্মুখভাগে থেকে তিনি সমাজ আন্দোলনে নেতৃত্ব দিয়ে ইতিহাসে একজন ক্ষণজন্মা কৃতিপুরুষ হিসেবে অমর হয়ে আছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কারণে তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে।

তিনি ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ডিসি রোডস্থ কমিশনার কার্যালয়ের পাশে ভরা পুকুর পাড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা ও ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলামের মৃত্যুতে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এতে ডা: শাহাদাত আরো বলেন, এ. কে. এম জাফরুল ইসলাম দল মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। নীতি আদর্শের ব্যাপারে তিনি আমৃত্যু অবিচল ছিলেন। ক্ষমতার মোহে তিনি কখনো রাজনীতি করেননি। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অসাম্প্রদায়িক। বিভিন্ন সামাজিক আন্দোলনে অংশগ্রহণ এবং নীতি আদর্শে অটল ছিলেন বলেই সকল দল-মতের মানুষ তাকে স্মরণ করছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এ. কে. এম জাফরুল ইসলাম ছিলেন সত্যের এক দুর্লভ দৃষ্টান্ত। মানবিক গুণের অধিকারী একজন ব্যক্তি ছিলেন তিনি। সমাজের প্রতিটি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, শিক্ষার বিস্তার ও প্রসারে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর মত সৎ গুণাবলী সম্পন্ন উদার মনের মানুষ আজ সমাজে বিরল।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, আমাদের চারপাশে দুই চোখে যত দূর দেখা যায়, ধ্যানে জ্ঞানে যতটুকু জানা যায় একেক জন মানুষ এক বা একাধিক গুণ বা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেন। কেউ বা দক্ষ প্রশাসক, কেউ বা উদারমনা সমাজ সেবক, কেউ বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, কেউ বা শিক্ষা বিস্তারে অগ্রণী সৈনিক, কেউ বা অসামপ্রদায়িক হৃদ্যজন, কেউ বা শিল্প সংস্কৃতি অনুরাগী, কেউ বা আদর্শবান দুরদর্শি শিক্ষক। সেই রকম একজন ব্যক্তিত্ব ছিলেন এ. কে. এম জাফরুল ইসলাম। কিন্তু একজন মানুষের মধ্যে এতসব গুণাবলীর একসাথে সমাবেশ কখনোই পাওয়া যায় না। কিন্তু অবাক হলেও সত্য যে মাস্টার এ. কে. এম জাফরুল ইসলামের মধ্যে এ সকল গুণের একত্র সমাবেশ ছিল।

১৭ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দর আলম এর সভাপতিত্বে ইব্রাহিম বাচ্চুর ও হাজী ইমরান উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন নগর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, অধ্যাপক নুরুল আলাম রাজু, উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, গাজী মো সিরাজ উল্লা, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সহ-সাধারণ সম্পাদক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব ওমর ফারুক, সম্পাদক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, সহ-সম্পাদক মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হোসেন আলম, আব্দুল আজিজ, ইসমাইল বাবুল, বাকলিয়া থানার সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহীন, নগর বিএনপির সদস্য মোঃ হোসেন খান, শাহেদা বেগম মুন্নি আক্তার, ফরিদুল হক লিটন, মহিলা, কাউন্সিলর ফারজানা আক্তার, নগর যুবদল নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন নাজিমুল হক নাজু, নাসিমুল হক নাসিম, আসাদুর রহমান টিপু, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াকুব চৌধুরি নাজিম, জমির উদ্দিন বাবলু, শেখ আলাউদ্দিন, খোরশেদ আলম, হাজী মোহাম্মদ ইউনুস, গোলজার হোসেন লেদু, এস এম ফারুক, মুস্তাকিম মাহমুদ প্রমুখ।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print