
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় রাস্তার উপর ছিঁড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে মো. নুরনবী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ( ৪মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত পাঠক ডট নিউজকে বলেন, জোয়ারের পানিতে ডুবে যাওয়া আকমল আলী রোড হেঁটে যাওয়ার সময় নুরনবী পা পিছলে পড়ে যায়। এসময় ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় । মুমূর্ষু অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
।