
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে ডাকাতের গুলিতে মোহাম্মদ আমিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে উপজেলার পুকুরিয়ার পূর্ব সেন্টারের একটি বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আমিন একটি লিচু বাগানের মালিক। তিনি ওই এলাকার সৈয়দ আহমদ ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, রবিবার রাতে মোহাম্মদ আমিন বাড়ির পাশের লিচু বাগানে পাহারা দিচ্ছিলেন। ভোর রাতের দিকে একদল ডাকাত তার বাড়িতে ঢোকার চেষ্টা করে। পথিমধ্যে ডাকাতদের নজরে পড়ে যান তিনি। ডাকাতদল তাকে দেখামাত্র গুলি করে চলে যায়। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ আমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।