ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আলোচিত মুনীর চৌধুরী এবার দুদক মহাপরিচালক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Munir-Chowdhury
সাহসী এবং আলোচিত সরকারী কর্মকর্তা মুনীর চৌধুরী

একের পর এক ভেজাল বিরোধী অভিযান এবং সরকারী সম্পত্তি উদ্ধারে রেকর্ড  করে দেশজুড়ে আলোচিত সেই ম্যাজিস্ট্যেট মোহাম্মদ মুনীর চৌধুরীকে এবার দূর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সরকারের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকাকালে সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানে নেমে সাহসী ভূমিকার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন তিনি। এর আগে তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসনে দায়িত্ব পালনকালেও সাহসী ভূমিকা রাখেন। এরপর একে একে তিনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট), সরকারি সমবায়ী প্রতিষ্ঠান মিল্কভিটার এমডি পদে দায়িত্ব পালন করেন। যুগ্ম-সচিব পদমর্যাদার এ কর্মকর্তা সর্বশেষ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর সচিব এর দায়িত্ব পালন করছেন। গত ৪ সেপ্টেম্বর সরকার তাকে দুদকের ডিজি পদে নিয়োগ দেয়।

চট্টগ্রামে ‘ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী’ হিসেবে সমধিক পরিচিত এ কর্মকর্তার ক্যারিয়ারজুড়ে রয়েছে অসীম সাহসী ভূমিকার নানা স্বাক্ষর।

২০০০ সালে চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে পোস্টিং হয় মুনীর চৌধুরীর। এর আগে পর্যন্ত বন্দর ম্যাজিস্ট্রেট পদটি ক্ষমতাহীন হিসেবে পরিচিত ছিল। কর্মকর্তা-কর্মচারীরা জানতেন না ম্যাজিস্ট্রেসির ন্যায়ানুগ ক্ষমতা দিয়ে একটি বন্দরে কী অভাবনীয় পরিবর্তন আনা যায়। একের পর এক সাহসী অভিযান চালিয়ে তা-ই প্রমাণ করে দেন মুনীর চৌধুরী। সরকারি সম্পত্তি উদ্ধার, রক্ষা কিংবা অন্যায়ের বিরুদ্ধে ব্যবসা নিতে প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসের পরিচয় দেন তিনি। এর মাধ্যমে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেন। গণমাধ্যমে আলোচনায় আসেন একজন ম্যাজিস্ট্রেট।

দীর্ঘ ৬ বছর চট্টগ্রাম বন্দরসহ চট্টগ্রামের একাধিক প্রতিষ্ঠানে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে মুনীর চৌধুরী এ অঞ্চলের মানুষের কাছে আস’ার জায়গা করে নেন। প্রতিদিন তার অভিযানের আতংকে দিন কাটত অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে দখলদার, অন্যায়কারীদের। তার অভিযানে বন্দরে জাহাজ চলাচলে শৃঙ্খলা ফিরে আসে। বিভিন্ন সময়ে বেদখল হওয়া বন্দরের প্রায় হাজার কোটি টাকা ভূমি উদ্ধার এবং ৩০ কোটি টাকা জরিমানা আদাল করে মুনীর চৌধুরী রেকর্ড সৃষ্টি করেন।

২০০৩ সালের ঘটনা। একের পর এক লঞ্চডুবিতে প্রাণহানি ঘটছিল। এর কারণ ছিল অতিরিক্ত যাত্রী ও পণ্যবোঝাই। কিন’ এর বিরুদ্ধে কারও দাঁড়ানোর সাহস ছিল না। সদরঘাট থেকে টাগবোটে ধাওয়া করে মোবাইল কোর্ট মুন্সিগঞ্জের কাছে গিয়ে ধরে লঞ্চ কোকোকে। লঞ্চে ঢুকতে চাইলে বাধা পেলেন। বলা হলো, প্রধানমন্ত্রীর লঞ্চে কোনো ম্যাজিস্ট্রেট ঢুকতে পারে না। কোনো মোবাইল কোর্ট এখানে চলে না। সেই বাধা উপেক্ষা করে লঞ্চে ঢুকে যাত্রা বাতিল করা হলো। যাত্রীদের বুঝিয়ে বলা হলো লঞ্চ কর্তৃপক্ষের অপরাধ। আটক করা হলো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পুত্রের মালিকানাধীন লঞ্চটি। এমন বিরল সাহসিকতার পরিচয় দেন ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) পদে দায়িত্ব নিয়েও তিনি সাহসী বিভিন্ন পদক্ষেপ নেন। পরিবেশ দূষণের দায়ে বড় বড় প্রভাবশালীদের তিনি জরিমানা করেন এবং কারখানায় ইটিপি স’াপনে বাধ্য করেন।
এরপর মিল্কভিটায়ও তিনি শৃঙ্খলা ফিরিয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে সক্ষম হন।

ক্যারিয়ারের ধারাবাহিক সাহসী ভূমিকার সাফল্যে মিল্কভিটা থেকে তাকে ডিপিডিসি’র সচিব পদে নিয়োগ দেয় সরকার। এর প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে মুনীর চৌধুরী সেটিকে লাভবান করার উদ্যোগ নেন। রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, আমলা কারও চাপ-ভীতি তাকে টলাতে পারেনি। তার এ কর্মদক্ষতায় লাভবান হয়েছে প্রতিষ্ঠানটি। এই স্পেশাল টাস্কফোর্স বিদ্যুৎ খাতে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরে অতিরিক্ত ১১০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। বিপুল রাজস্ব আদায়সহ দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধে অবদান রাখায় মোহাম্মদ মুনীর চৌধুরীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। সর্বশেষ তাকে সরকার দুর্নীতি দমনকারী প্রতিষ্ঠান দুদকের মহাপরিচালক পদে নিয়োগ দেয়। সুত্র: সুপ্রভাত

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print