ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রলীগের কার্যক্রম জঙ্গিদের মতো : ভিপি নুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ছাত্রলীগের সাম্প্রতিককালের কার্যক্রমের সঙ্গে জঙ্গিদের কার্যক্রমের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নুর। বগুড়ায় ইফতার মাহফিলে তাঁর ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন করেন নুর।

এ সময় ডাকসুর ভিপি বলেন, ‘মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র রমজানে হামলা করে তারা (ছাত্রলীগ) প্রমাণ করছে যে, তারা সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে। ছাত্রলীগের কার্যক্রম সাম্প্রতিককালের জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্য বলে মনে হচ্ছে আমাদের। কিছুদিন আগেও তারা বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখে অগ্নিসংযোগ করেছে। তারা এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গিদের কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।’

গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করে দেওয়ার বিষয়টি উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘সেখানে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ইফতার মাহফিল প্রতিহত করা হয়। তারপর আমরা রাস্তার পাশে বসে ইফতার করেছি। তার পরের দিন বগুড়ায় আমাদের ইফতার মাহফিল ছিল, সেখানে যাওয়ার আগে আমি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছিলাম।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে নুর বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকার পর পুলিশের সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করেনি। তাই আমরা জেলার অন্যদের সঙ্গে কথা বললে তারা আমাদের যাওয়ার অনুমতি দেন। অথচ পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারেনি।’

ভিপি নুর বলেন, ‘আমরা সেখানে জেলা গ্রন্থাগারের সামনে পৌঁছালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা হয়। তারা জঙ্গি হামলার মতো আমাদের ওপর হামলা করে। একপর্যায়ে আমি পরে গেলে আমার সঙ্গে রাতুলসহ অন্যদের রড দিয়ে পিটায় এবং আমার পায়ে ইট দিয়ে আঘাত করে।’

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি আমরা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে মুঠোফোনের মাধ্যমে জানাই। তাঁরা বলেছেন, ব্যবস্থা নিবেন। অথচ পরের দিন বগুড়াতে এ ধরনের ঘটনা ঘটেছে। এটি স্বাভাবিক কোনো ঘটনা না। আমাদের মনে হচ্ছে, এগুলো পরিকল্পিত ঘটনা। আমাকে হত্যা করার উদ্দেশে ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে পরিকল্পিতভাবে হামলাগুলো করানো হচ্ছে।’ এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন নুর।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পক্ষ থেকে তাঁকে ছাত্রলীগের এক নম্বর সহসভাপতি অথবা এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলেও উল্লেখ করেন নুরুল হক নুর।

নুর আরো বলেন, ‘বিভিন্ন মাধ্যমে তাঁরা সব সময় আমাকে বলেছিলেন যে, ছাত্রলীগের রাজনীতি করলে আমাকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে, যেন অন্যদিকে রাজনীতি না করি, অন্যদিকে না যাই। আমি তাঁদের সঙ্গে যাইনি বলে তাঁরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালাচ্ছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print