t চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে চাকায় পিষ্ট করে মারলো চালক – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে চাকায় পিষ্ট করে মারলো চালক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চলন্ত বাস থেকে সালাউদ্দিন নামে এক যাত্রীকে লাথি মেরে ফেলে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই চালককে গ্রেফতার না করতে পারলেও গাড়িটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। পরে মাওনা হাইওয়ে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায়। নিহত সালাউদ্দিনের বাড়ি ময়মনসিংহে বলে জানা গেছে। তিনি স্ত্রীকে নিয়ে বাঘের বাজার এলাকায় ভাড়া থেকে একটি কারখানার গাড়ি চালাতেন।

নিহতের ছোট ভাই জামাল উদ্দিন জানান, ”ঈদের ছুটিতে সস্ত্রীক ময়মনসিংহের ফুলপুর শ্বশুর বাড়ি থেকে গাজীপুরে কর্মস্থলে ফেরার পথে আলম এশিয়ার একটি বাসে ভাড়া নিয়ে বাকবিতাণ্ডা হয়। পরে আমার ভাই সালাউদ্দিন ফোনে বিষয়টি জানালে আমিসহ অন্যরা বাঘের বাজার এলাকায় অবস্থান নিই। কিন্তু আমরা কিছু বুঝে উঠার আগেই বাসটির চালক আমার ভাই সালাউদ্দিনকে লাথি মেরে ফেলে দেয়। শুধু ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি চালক, চলন্ত গাড়িটি আমার ভাইয়ের উপর উঠিয়ে চাকায় পিষ্ট করে মেরে ফেলে।”

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বাসের ভেতরে চালক পরিচয় দিয়ে সালাউদ্দিন ভাড়া কিছু কম রাখার জন্য অনুরোধ করে। এ নিয়ে সালাউদ্দিন ও তার স্ত্রীর সঙ্গে চালকের সহযোগীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালকের সহযোগী লাথি মেরে সালাউদ্দিনকে ফেলে দেবে বলে বাসের ভেতরে প্রকাশ্যেই হুমকি দেয়। ভয় পেয়ে সালাউদ্দিন তার ভাই জামালকে টেলিফোনে বাঘের বাজার বাসস্ট্যান্ডে এসে দাঁড়াতে বলেন। পরে জামাল আরো ৫-৬ জন লোক নিয়ে বাঘের বাজার দাঁড়িয়ে থাকেন। সালাউদ্দিন ও তার স্ত্রীকে বহনকারী আলম এশিয়ার দ্রুতগামী বাসটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অন্যান্য মানুষ কিছু বুঝে উঠার আগেই লাথি মেরে সালাউদ্দিনকে বাস থেকে ফেলে দেয়। কিন্তু তার স্ত্রীকে নিয়ে বাস চলে যেতে থাকে। স্ত্রীকে না নামিয়ে বাস চলে যেতে থাকলে সালাউদ্দিন সড়ক থেকে উঠে গাড়ির সামনে গিয়ে গতিরোধ করার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনেই চালক গাড়িটি সালাউদ্দিনের ওপর উঠিয়ে দেয়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print