t প্রফেসর শিরীণের উপাচার্যের রুটিন দায়িত্বগ্রহন নিয়ে বিভ্রান্তি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রফেসর শিরীণের উপাচার্যের রুটিন দায়িত্বগ্রহন নিয়ে বিভ্রান্তি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. শিরীণ আখতারের দায়িত্বগ্রহন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি মহল। ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা মন্ত্রনালয় ১৩ জুন এক চিঠিতে বর্তমান উপ-উপাচার্যকে রুটিন দায়িত্বপালনের নির্দেশনা দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৩ জুন বিকেল তিনটার দিকে প্রফেসর ড. শিরীণ আখতারকে রুটিন দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব হাবিবুর রহমান। ওই চিঠিতে এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকরের বিষয়টি উল্লেখ রয়েছে। চিঠি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী ১৩ জুন বিকেল ৫টার দিকে উপ উপাচার্য প্রফেসর শিরীণ উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের দায়িত্বভার গ্রহনের একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং তা শিক্ষা মন্ত্রনালয়ে প্রেরণ করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এ বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে একটি মহল। উপ উপাচার্য মূলত মন্ত্রনালয়ের নির্দেশনা কার্যকর করতে দায়িত্বভারগ্রহন সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করে মন্ত্রনালয়ে প্রেরণ করেন।

.

জানা গেছে, ১৪ জুন বর্তমান সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ১৩ জুন বৃহষ্পতিবার হওয়ায় ওইদিন তাঁর শেষ কার্যদিবস হিসেবে গণ্য হয়। ফলে ১৩ জুন অপরাহ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য হয়ে যায়। তাই শিক্ষা মন্ত্রনালয় ১৩ জুন চিঠি পাঠিয়ে উপ উপাচার্যকে রুটিন দায়িত্বভার গ্রহনের নির্দেশনা প্রদান করে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রুটিন দায়িত্বের বিষয়ে চবি উপ উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ১৩ জুন অপরাহ্নে শিক্ষা মন্ত্রনালয়ের চিঠি পাওয়ার পর আমি উপাচার্যের রুটিন দায়িত্ব পালনে সম্মতি আছি মর্মে একটি চিঠি মন্ত্রনালয়ে পাঠাই। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print