চট্টগ্রাম নগরীতে  অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ছয় হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গলী গ্রামের আবুল বশরের ছেলে মো.আবুল হোসেন (৪০) ও সাতকানিয়া থানার ধর্মপুর গ্রামের সিরাজের ছেলে মো.রিয়াজ (২৭)।
শনিবার রাতে নগরীর হালিশহর থানার বন্দর পোর্ট কানেকটিং রোড ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।
রবিবার দুপুরে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানার বন্দর পোর্ট কানেকটিং রোড ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে জেনে র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম এর নেতৃত্বে একটি দল সেভানে অভিযান চালায়। এসময় আবুল হোসেন ও রিয়াজকে ৫০০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৯২২ টাকাসহ হাতেনাতে আটক করে।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। তাদের বিরোদ্ধে হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ফেন্সিডিলগুলো থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
				
								
								
								