t বলৎকারে অতিষ্ঠ হয়ে শ্রমিক নেতা নুরুল ইসলামকে হত্যা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বলৎকারে অতিষ্ঠ হয়ে শ্রমিক নেতা নুরুল ইসলামকে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

১৬ বছরের কিশোরকে বলৎকারে বাধ্য করায় ক্ষোভে রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক নেতা নূরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। হত্যার সঙ্গে জড়িত ও নূরুলের লালসার শিকার জীবন নামের এক কিশোর আদালতে এ নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সোমবার (১৭ জুন) রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আরিফুল ইসলামের কাছে এ জবানবন্দি দেয়। একই সঙ্গে নূরুলের লালসার শিকার আরো তিন যুবক আদালতে তাদেরকে নির্যাতনের ঘটনার কথা বর্ণনা করেছে।

এর আগে, গত ১১ জুন রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়ীয়া গ্রামস্থ এএসএস ইটভাটায় শ্রমিক নেতা মো. নূরুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই পুঠিয়া থানায় মৃত নূরুলের মেয়ে বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।

রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা তদন্ত কার্যক্রম শুরু করে। এরপর পুলিশ গত ১৬ জুন পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. জীবনকে (১৬) ডিবি পুলিশ পুঠিয়া থানা এলাকা থেকে আটক করে। পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জবানবন্দিতে সে উল্লেখ করে, মৃত নূরুল ইসলামকে প্রতিবেশী জীবন নানা বলে সম্বোধন করত। মৃত নূরুল ইসলাম তাকে টাকার প্রলোভন দিয়ে প্রায়ই বলৎকার করাত এবং এতে অনিচ্ছা প্রকাশ করলে তাকে শারীরিক, মানসিকসহ বিভিন্নভাবে নির্যাতন করত।

গত ১০ জুন রাত ৯টার দিকে বলৎকারের উদ্দেশ্যে দু’জনেই পুঠিয়া থানাধীন কাঠালবাড়ীয়া গ্রামস্থ এএসএস ইটভাটায় অবস্থান নেয়। বলৎকারের একপর্যায়ে নূরুল ইসলাম মাটিতে পড়ে যায়। এ সময় দীর্ঘদিনের ক্ষোভে এবং বলৎকার মেনে নিতে না পেরে প্রথমে নূরুলের গলা টিপে ধরে জীবন। তারপর ইট দিয়ে মাথায় উপুর্যপুরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। মৃত নূরুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বাসায় চলে আসে জীবন।

জীবন আরো জানায়, এর আগেও নূরুল ইসলামের বলৎকারের বদ অভ্যাস ছিল এবং একই এলাকার বিভিন্নজনকে এ কাজে সে ব্যবহার করত। এ সংক্রান্তে সাক্ষী হিসেবে আদালতে আরো তিনজন জবানবন্দি দেয়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print