ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ভারী বর্ষণে ব্যাপক জলবদ্ধতা, পাহাড় ধসের আশঙ্কা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামে শহরজুড়ে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন নিচু এলাকা হাটু পানিতে ডুবে আছে। এতে যানবাহন চলাচল ব্যহত এবং স্কুল কলেজ ও অফিসগামীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে গত ৩ দিন ধরে টানা বৃষ্টি চললেও রবিবার রাত থেকে টানা ভারী বর্ষন চলছে চট্টগ্রাম বিভাগ জুড়ে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিভিন্ন এলাকায় মহাসড়কের ওপর পানি জমে যানবাহন চলচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে করে মহাসড়কে যানজট লেগেছে।

নগরীর বহদ্দার হাট কাপাসগোলা, চকবাজার, ষোলশহর, আগ্রাবাদের এক্সেস রোডের ও বিভিন্ন শাখা রোড়, মুরাদপুের হালিশহর, খাতুনগঞ্জ, বাকলিয়াসহ বেশ কিছু এলাকাতে ব্যাপক জলবদ্ধতার সৃস্টি হয়েছে। এসব এলাকায় সকাল থেকে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

.

ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় বা ভূমি ধসের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূ্র্ণ পাহাড়ের পাদদেশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। দুদিনে আশ্রয় কেন্দ্রগুলোতে ২৫০ পরিবার আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিজ উদ্যোগে সরে যেতে মাইকিং করা হচ্ছে। রেড ক্রিসেন্ট নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। মেডিকেল টিম গঠন করেছে জেলা সিভিল সার্জন অফিস।

যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রশাসন থেকে প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে।

.

আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদ জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাঙামাটি ১৭০ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে ১৬৮ ও চট্টগ্রামে ৭৪ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। তিনি আরও জানান, আগামী দুইদিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নগরীর কিছু এলাকাতে পানি জমে গেছে। সিটি কর্পোরেশর কর্মীরা নালা নদর্মা পরিস্কার করে পানি নিস্কাষনের কাজ করছে। সরেজমিনে তদারকি করতে আমরা এখন আগ্রাবাদে এসেছি।

এদিকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, ভারী বৃষ্টিপাতের কারনে নগরীর নিম্নে উল্লিখিত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দার হাট মোড়, মুরাদপুর মোড়, শোলক বহর এলাকা, দুই নাম্বার গেইট এলাকা, অক্সিজেন মোড়, বাদশা মিয়া পেট্রোল পাম্প, জিইসি মোড় থেকে খুলশী,শিল্পকলা এলাকায় মোহাম্মদ আলী রোড, ওয়ারলেস গেইট মুরগি ফার্ম, প্রবর্তক মোড়, চকবাজার গুলজার মোড় ,বাদুরতলা জঙ্গি শাহ মাজার মোড়, ডিসি রোড, ওয়াসা মোড়, নিউ মার্কেট থেকে আমতল, নিউ মার্কেট থেকে বিআরটিসি মোড়, জামাল খান মোড়, চৌমুহনী থেকে কদমতলী মোড়, আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে এক্সেস রোড, সদরঘাট মোড়,সল্টগোলা ক্রসিং, ইপিজেড থেকে বন্দরটিলা, মনসুরাবাদ পুলিশ লাইন এলাকা।

সর্বশেষ

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসেছে গমের জাহাজ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print