t সীতাকুণ্ডে চাঁদাবাজির অভিযোগে এবার নারী স্যানিটেশন কর্মকর্তা আটক – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে চাঁদাবাজির অভিযোগে এবার নারী স্যানিটেশন কর্মকর্তা আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফাতেমা আকতারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্যা প্রতিষ্ঠান থেকে লাইসেন্স করিয়ে দিবে বলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

ব্যবসায়ীর অভিযোগ করেছেন ফাতেমা আকতার উপজেলার বিভিন্ন দোকানে গিয়ে স্যানিটেশন লাইন্সেস বানানোর জন্য ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে চাঁদাদাবী করছে। এমন অভিযোগের সত্যতা মিলেছে উপজেলার মাদামবিবির হাট এলাকায়।

পরে থাকে স্থানীয় ভাটিয়ারী ইউনিয়ন কার্যালয়ে আটক রাখে ব্যসায়ীরা।  সেখানে চাঁদাবাজির টাকা ফেরত এবং ক্ষমা চেয়ে মুক্তি পায়।

ব্যাবসায়িরা অভিযোগ করেন, সোমবার দুপুরে উপজেলা স্যানিটেশন অফিসার ফাতেমা আকতার নিজে গিয়ে মাদামবিবিরহাটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্যানিটেশন লাইন্সেস আছে কিনা জানতে চান। এসময় যাদের লাইন্সেস নেই তাদেরকে ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে টাকা দাবী করেন।

.

তিনি বাজারের আজাদ স্টোর থেকে ৫০০ টাকা, ফুড কর্নার থেকে ৫০০ টাকা এবং আরেকটি মুদির দোকান থেকে ৭০০ টাকা আদায় করেন বিনা রশিদে। বিনা রশিদে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি ভ্রাম্যমান আদালতের ভয় দেখান ব্যাবসায়ীদের।

এসময় সাজ্জাদ হোসেন নামে এক ব্যাবসায়ী বিষয়টি ভাটিয়ারী ইউপি চেয়ারম্যানকে জানালে ফাতেমা আক্তারকে ইউপি কার্যালয়ে ডেকে পাঠান। চেয়ারম্যান নাজীম উদ্দিন এভাবে বিনা রসিদে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান তার ভুল হয়েছে। এসময় ফাতেমা আক্তার বার বার ক্ষমা চান।  তিনি তাৎক্ষনিকভাবে টাকাগুলো ফেরত দেন।

ব্যাবসায়ী সাজ্জাদ হোসেন বলেন, স্যানিটেশন অফিসার পরিচয় দিয়ে ফাতেমা আক্তার লাইন্সেস বানানোর নামে বিনা রশিদে আমাদের কাছে টাকা দাবী করেন, না দিলে ভ্রাম্যমান আদালতের ভয় দেখান।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, উপজেলা স্যানিটেশন অফিসার ফাতেম ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এমন সংবাদ পেয়ে তাকে আমার কার্যলয়ে ডেকে নিয়ে বিষয়টা জানতে চাইলে সে ক্ষমা চেয়ে টাকা ফেরত দেন।

বিনা রশিদে লাইন্সেসের নামে টাকা নেওয়ার বিষয়ে মুটো ফোনে জানতে চাইলে চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী পাঠক ডট নিউজকে বলেন, এভাবে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। আগেও এধরণের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। ব্যাবসায়ীরা একটি লিখিত অভিযোগ দিলে ফাতেমা আক্তারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে জানতে সীতাকুণ্ড উপজেলা স্যানিটেশন অফিসার ফাতেমা আক্তারের মুটো ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

*সীতাকুণ্ডে স্বাস্থ্য কর্মী সুরেশ দাসের চাঁদাবাজি

*সীতাকুণ্ডের সেই চাঁদাবাজ স্বাস্থ্য সহকারীকে শাস্তিমূলক বদলী

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print