
বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া বাঁশবাগানের মধ্য হতে ৫৩৬০ প্যাকেট ভারতীয় আতশবাজি এবং পুটখালী গ্রামের মসজিদবাড়ী পোস্টের সামনে থেকে এক ব্যাক্তিকে হুন্ডি তিন লক্ষ টাকাসহ আটক করেছে বিজিবি।
শনিবার রাতে ও রবিবার সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক এসব অভিযান চালায়।

এদিকে অপর এক অভিযানে বেনাপোল পোর্ট থানার একই সময় বিজিবি ৪২ কেজি বিট লবন, ০৮ কেজি পলিথিন এবং ০১ টি ভারতীয় বাইসাইকেল আটক করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত মালামাল বেনাপোল কস্টম্স হাউজ-এ এবং আসামী ও বাংলাদেশী টাকা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।