
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ার পটিয়া কক্সবাজার বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসসেড়কের মাঝখানে আইল্যান্ডে উঠে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
দুর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহণের একটি এসি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানান ঘটনাস্থলে থাকা পটিয়া স্টেশনের কর্মকর্তারা।
পটিয়া ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোঃ গিয়াস উদ্দিন পাঠক ডট নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবনির্মিত বাইপাস সড়কের আনোয়ারা রোডের মাথায় আজ রাত ২টার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখি শ্যামলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ওঠে পড়ে গাড়ীটির সামনের অংশ বিধস্ত হয়।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় ৪/৫ জন যাত্রী আহত হয়েছেন। ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
