t নগরীতে সড়ক দুর্ঘটনায় মহসীন কলেজ ছাত্রদল নেতা রিদওয়ান নিহত – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে সড়ক দুর্ঘটনায় মহসীন কলেজ ছাত্রদল নেতা রিদওয়ান নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় মিনি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত এ ছাত্রদল নেতার নাম মোসাদ্দেক হাসান ফালু ওরফে রিদওয়ান (২৬)।

গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদওয়ান চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসীন কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ছিল।

সাবেক ছাত্রদল নেতা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় রিদওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় রিদওয়ান বাইক চালিয়ে যাওয়ার পথে পেছন থেকে রাইডার মিনি বাস ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে আশঙ্কাজনক অবস্থায় বিদওয়ানকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানা পুলিশ গাড়িটির ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।

রিদওয়ানের আত্মীয় মাহমুদুল হক পেয়ারু জানান, রিদওয়ান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে হাজী মোহাম্মদ মহসিন কলেজে অর্থনীতি বিভাগের মাস্টার্সে পড়তো। তার বাড়ি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের মিয়াজী পাড়ায়। তার পিতার নাম আমিনুল হক। চার ভাই পাঁচ বোনের মধ্যে রিদওয়ান দ্বিতীয়।

এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  আজ বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ গণমান্য ব্যাক্তিবর্গ এবং শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

এদিকে ছাত্রদল নেতা রিদওয়ানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি যা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

নেতৃবৃন্দ রিদওয়ানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print