
চট্টগ্রামের পটিয়ায় জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ৪০ হাজার টাকা জব্দ করেঠে পুলিশ।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে এ অভিযান চালায় পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানার অফিসার ইনচাজ বোরহান উদ্দিন পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আটককৃত জুয়াড়িদের নাম পরিচয় বলতে পারেননি।
স্থানীয় একাধিক সুত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় প্রভাবশালী একজন বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানের জুয়ার আস্তানায় পুলিশ এ অভিযান চালিয়ে অন্তত দুই কোটি টাকা জব্দ করেছে। কিন্তু প্রভাবশালীদের তদবীরে পুলিশ এখন এটিকে একটি সামান্য অভিযান বলে প্রচার করে মূল ঘটনা চাপা দেয়ার চেষ্টা করছে এবং স্থানীয় সাংবাদিকদের কোন তথ্য দিচ্ছে না।
