t তিনদিনের শুভেচ্ছা সফরে জাপানের দুটি যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তিনদিনের শুভেচ্ছা সফরে জাপানের দুটি যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশে ৩ দিনের শুভেচ্ছা সফরে এসেছে জাপানের দুটি যুদ্ধ জাহাজ। আজ রবিবার (০৬ আক্টোবর) জাপান মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) যুদ্ধ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

যুদ্ধ জাহাজ দুটি হল ‘মাইন সুইপার টেন্ডার বাঙগো’ ও ‘মাইন সুইপার কোস্টাল তাকাসিমা’ বন্দরের সাইলো জেটিতে নোঙর ফেলে। জাহাজ দুটিতে অফিসার ও নাবিকসহ সর্বমোট ২০৫ জন ক্রু রয়েছেন।

জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌছলে নৌ বাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশনের মধ্য দিয়ে স্বাগত জানায় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন দুটি জাহাজের অধিনায়ক সেইজি ইকুবোকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বাংলাদেশ নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

.

এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌছালে নৌবাহিনীর জাহাজ ‘দূর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশ নৌ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটির অধিনায়ক এবং জাপান দূতাবাসের প্রতিনিধিবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমী, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন সাংবাদিকদের বলেন, জাপান বাংলাদের অন্যতম একটি দাতা দেশ। আমি মনে করি এ শুভেচ্ছা সফর মিলিটারি টু মিলিটারি সম্পর্ক আরও বৃদ্ধি করবে। আমরা এ সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। সামনে আমাদের সিনিয়র অফিসাররা তাদের দেশে এবং তারা আমাদের দেশে যাওয়া-আসা করবে। এর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও জোরদার হবে। কারণ, ভবিষ্যতে আমরা জাপান থেকে আরও ভালো কিছু আশা করছি।

তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ৮ অক্টোবর (মঙ্গলবার) বাংলাদেশ ত্যাগ করবে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print