t বুয়েটে আড়াইঘণ্টা অবরুদ্ধ পুলিশ কর্মকর্তারা, সিসিটিভি ফুটেজ হস্তান্তর – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বুয়েটে আড়াইঘণ্টা অবরুদ্ধ পুলিশ কর্মকর্তারা, সিসিটিভি ফুটেজ হস্তান্তর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (ব্যাচ ১৫) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। আড়াই ঘণ্টার মতো অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীদের সামনে শেরেবাংলা হলের প্রাধ্যক্ষর হাতে সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক হস্তান্তর করে বের হয়ে যান তারা।

সোমবার (৭ অক্টোবর) বিকালে বুয়েটের শেরেবাংলা হলে তদন্ত করতে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়সহ আরও কয়েকজন কর্মকর্তা। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হলের সিটিটিভি থেকে রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। এসময় শিক্ষার্থীরা ফুটেজগুলো প্রকাশ করার দাবি জানান। একপর্যায়ে ফুটেজের দাবিতে সন্ধ্যা ৬টার দিক থেকে শেরেবাংলা হলের প্রাধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয় পুলিশ কর্মকর্তাদের। এসময় বেশ কয়েকবার ছাত্রদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, ফুটেজ না দেখালে কাউকে বের হতে দেওয়া হবে না। তাদের দাবির মুখের মুখে এক মিনিটের একটি ফুটেজ প্রকাশ করে পুলিশ।

তবে রাতে আবরারকে নিয়ে যাওয়ার সময় থেকে তার মরদেহ সরিয়ে নেওয়া এবং এই সময়ের মধ্যে সিঁড়ি-বারান্দা দিয়ে যাওয়া-আসা করা এবং ঘটনাস্থলে উপস্থিত সবার পরিচয় স্পষ্ট করার জন্য পুরো ফুটেজ প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৮টার দিকে তাদের উপস্থিতিতেই ফুটেজ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদ (রাব্বি)-কে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। -বাংলা ট্রিবিউন

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print