t দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে মেয়র নাছিরের যুদ্ধ ঘোষণা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে মেয়র নাছিরের যুদ্ধ ঘোষণা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের নাগরিকগণ হাতে হাত রেখে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্যাসিনো এবং কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন।

আজ শনিবার দুপুরের তীব্র রোদের তেজ উপেক্ষা করে নাগরিক সমাজের এই মানববন্ধন ও সংহতি সমাবেশ দৃষ্টি কাড়ে অনেকের। এতে চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী সংগঠন ছাডাও ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নাগরিকদের এ সমর্থন সুচক ঐক্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনও সমর্থন জানিয়ে চট্টগ্রামেও দুর্নীতি, সন্ত্রাস, ক্যাসিনো মালিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

দুপুরে প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম নাগরিক উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে এ ঘোষনা দেন মেয়র নাছির।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্নীতি, জুয়া এবং ক্যাসিনের বিরুদ্ধে চট্টগ্রামেও যুদ্ধ ঘোষণা করে বলেন, প্রধানমন্ত্রী নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীনঘটনা। এখান থেকে বিপদগামী দলীয় নেতা কর্মীদের জন্য বার্তা রয়েছে বলে মেয়র মনে করেন।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী’র সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের সঞ্চালনায়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব শেখ মুজিব আহমেদ।

আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও পরিবেশবিদ অধ্যাপক মুহাম্মদ ইদরিস আলী, শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সফর আলী, নগর আওয়ামীলীগ নেতা নোমান আল মাহমুদ, আবাহনীর প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ঈসা, আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, চসিক কাউন্সিলর গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, প্রকৌশলী প্রবীর কুমার সেন, অনুপ সাহা, এড. আহসান উল্লাহ, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, লেখক আ ফ ম মোদাছের আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, সুমন দেব নাথ,মোহাম্মদ সেলিম, কবি অ্যাডভোকেট তুতুল বাহার, রুমকী সেন গুপ্ত, আবদুল মান্নান ফেরদৌস, আমিনুল হক বাবু, ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, এম এ মান্নান শিমুল, সুমন সাহেদ সিদ্দিকী, মুকসুদ আলী, আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, সুমন চৌধুরী, টিপু শীল জয়দেব, অভিজিৎ চক্রবর্ত্তী, কারিমা বেগম।

মেয়র নাছির বলেন, ক্যাসিনো জুয়া, দুর্নীতি বন্ধে শুদ্ধি অভিযান ও বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে দোষীদের শাস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ সাদরে গ্রহণ করেছে দেশের জনগণ।
ক্যাসিনো ও জুয়ার আখড়া বসিয়ে এখনো যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করার স্বপ্ন দেখছেন তাদের সাবধান হয়ে যেতে হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রামের মেয়র বলেন, জুয়া ক্যাসিনো ব্যবসা করে সমাজকে কলুষিত করার দিন শেষ। যারা এখনো ঐসব অবৈধ উপায়ে অর্থ উপার্জন করার স্বপ্ন দেখছেন, তারা সাবধান হয়ে যান ।

মানববন্ধনে রিয়াজ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশে কোন ক্যাম্পাস হত্যাকাণ্ডের ক্ষেত্রে এত দ্রুত আসামি গ্রেফতার ও প্রশাসনকে এত দৃঢ় অবস্থানে লক্ষ্য করা যায়নি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কারণেই এটি সম্ভব হযয়েছে। এছাড়া সন্ত্রাস, ক্যাসিনো, মাদক জঙ্গিবাদ ও কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সকে চট্টগ্রামবাসীসহ দেশবাসী স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print