t চট্টগ্রামে দুদকের জালে প্রধান শিক্ষক গ্রেফতার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুদকের জালে প্রধান শিক্ষক গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে একই ব্যাক্তি দুই প্রতিষ্ঠানে চাকুরী করার অভিযোগে দুদকের হাতে গ্রেফতার হয়েছেন রফিকুল ইসলাম (৪৩) নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক।

আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে গ্রেফতার করা হয়েছে বলে দুদক কর্মকর্তারা জানান।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। (দুদক মামলা নং-৩(১০)১৯)।

দুদক ২-’র উপ সহকারী পরিচালক মু জাফের সাদেক শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ রয়েছে, রফিকুল ইসলাম একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার ইউনিয়ন পরিষদের সচিবও। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। তবে সরকারি এই নিয়মনীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে চট্টগ্রামের দুই উপজেলায় এমন অনিয়ম করেছেন।

আটক রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে।

জানাগেছে, মো. রফিকুল ইসলাম ২০০০ সালের ২৯ অক্টোবর লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সচিব হিসেবে যোগদান করেন। যোগদানের দশ মাস পর তথা ২০০১ সালের ২৯ আগস্ট তিনি সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন আনোয়ারা উপজেলার সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে দুই বছর চাকরি করার পর তিনি ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি নেন। কিন্তু এর একমাস আগে তথা একই বছরের ২৩ জানুয়ারিতে আনোয়ারা উপজেলার দক্ষিণ জুইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে একই উপজেলার উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে বর্তমানেও সেখানে তিনি কর্মরত রয়েছেন।

দুদকের তদন্তে এই অনিয়ম বেরিয়ে আসলে তার বিরুদ্ধে দুদক বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার বিকালে দুদক রফিকুল ইসলামকে আদালতে হাজির করেছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print