t “গঙ্গা জলে স্নান করে পাপমুক্ত হওয়ার চেষ্টা বাদ দিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন” – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“গঙ্গা জলে স্নান করে পাপমুক্ত হওয়ার চেষ্টা বাদ দিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ভোটের আগের দিন মধ্যরাতে ভোট ডাকাতির মাধ্যমে যে সরকার জন্মগ্রহণ করে সেই সরকারের পক্ষে কখনো দূর্নীতি, হত্যা, সন্ত্রাস ও সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গণতন্ত্রহীনতার কারনে দেশে দূনীতি ও সন্ত্রাস প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে। তাই “গঙ্গা জলে স্নান করে পাপমুক্ত হওয়ার চেষ্টা বাদ দিয়ে আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানান তিনি।

আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি টাওয়ারে পাঁচলাইশ থানা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

নোমান বলেন, সরকার দূর্নীতি নির্মূলের নামে জুয়া ও ক্যাসিনোর বিরোধী অভিযান চালিয়ে সম্রাট ও জিকে শামিমের মত কয়েকজন চুনোঁপুটিকে গ্রেফতার করে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাগব বোয়ালদের ধরা ছোঁয়ার বাইরে রেখে দিয়েছে।

তিনি বলেন, দূর্নীতি, সন্ত্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা, মাদক ব্যবসা, জুয়া ও ক্যাসিনোর বিস্তার ঘটিয়ে যে সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে এই অবক্ষয়ের নেপথ্য নায়ক হচ্ছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক কথায় সরকারের সর্বাংগে ঘাঁ হয়েছে, পচঁন ধরেছে এবং দূর্গন্ধ বের হচ্ছে। মলম দিয়ে লোক দেখানো অভিযানের নামে এই ক্ষত সারানো যাবে না।

নোমান বলেন, এই দূর্গন্ধময় দূঃসহ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটি জাতীয় সরকার গঠন করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া। তাই সরকারকে অনুরোধ করব অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করুন। গঙ্গা জলে স্নান করে পাপমুক্ত হওয়ার চেষ্টা বাদ দিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন।

পাঁচলাইশ থানা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আশরাফ চৌধুরী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ন-সম্পাদক আর.আই চৌধুরী শাহীন, পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী, ৪২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, শুলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক হাসান ওসমান, ৪২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান, পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন লেদু, মোহাম্মদ শাহজাহান, আসিফ চৌধুরী, যুগ্ন-সম্পাদক শহিদুর রহমান বেলাল, এরশাদুল ইসলাম, তারেক রশীদ, সাংগাঠনিক সম্পাদক শাহ আলম, জাকির হোসেন, শুলকবহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দিদারুল আলম, নেজাম উদ্দিন, মান্নান, আইয়ুব খাঁন, সরওয়ার সুফী, জসিম, চানমিয়া, ৪২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়েজ, ওয়াজিউল্লাহ, বাতেন সওদাগর, পাঁচলাইশ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রাসেল ও মহানগর ছাত্রদলনেতা মহসীন কবির প্রমূখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print