ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিতু হত্যার আসামী মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG PIC-Musa - Copy
পালাতক মিতু হত্যার অন্যতম আসামী মুছা।

চট্টগ্রামে পুলিশ সাবেক সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সিএমপি।

হত্যাকাণ্ডের ৫ মাসের মাথায় আজ ৬ অক্টোবর চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, এ মামলার অন্যতম আসামী মুছাকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি মুছাকে গ্রেফতারে জনগণের সহযোগিতা চেয়ে বলেন, যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, মাহমুদা আক্তার মিতু হত্যাকান্ডের পর এ পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে দু জন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা মুছার নির্দেশেই উক্ত হত্যকান্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে স্বীকার করেন।
nnn
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

মিতু হত্যা মামলার অনেক অগ্রগতি হয়েছে বলে দাবী করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন খুব স্বল্প সময়ে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার চট্টগ্রামে এসে মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলবেন।

কমিশনার আরো বলেন, মুছা কি নিজে প্ররোচিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে ? নাকি তাকে কেউ প্ররোচিত বা নির্দেশ দিয়েছে তা জানার দরকার। এ জন্য তাকে আটক করা পুলিশের জন্য খুবই প্রয়োজন।
তিনি বলেন, মুছা যাতে দেশ ত্যাগ করতে না পারে এ জন্য ইতোমধ্যে দেশের সবগুলো স্থানে রেড এলার্ট জারি করা হয়েছে। দেশের বর্ডার গুলোতে চিঠি পাঠানো হয়েছে।
মুছা পুলিশের জন্য এখন খুবই গুরুত্বপূর্ন বিষয় বলে উল্লেখ করেন পুলিশ কমিশনার। মুছাকে আইনশৃংখলা বাহিনী আটক করেছে মুছার স্ত্রীর এমন দাবীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন আমরা মুছাকে এখনো পর্যন্ত আটক করতে পারিনি।
মুছার স্ত্রী যদি প্রমান করাতে পারেন সেটা তার বিষয়। কোর্ট প্রমান চায়।
উল্লেখ্য চলতি বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। এসময় তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দেয়ার জন্য বাসা থেকে জিইসির মোড় যাচ্ছিলেন। এ ঘটনার পর সারাদেশে ব্যাপব চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্তু ৫ মাসেু এ হত্যাকাণ্ডের কোন ক্লু বের করতে পারেন নি।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print