ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে নিজ দলের কর্মীরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

news_picture_34897_cu1
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে আরেক গ্রুপের বেশ কয়েকজন কর্মী। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাহবুব শাহরিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী ও বগিভিত্তিক সংগঠন ‘একাকার’ পক্ষের নেতা হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাহরিয়ার শাহ জালাল হলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বগি ভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) পক্ষের নেতা-কর্মীরা। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের একটি আঙ্গুল মারাক্তক জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক আতাউল গণি জানান, এক শিক্ষার্থীকে আহত অবস্থায় মেুডকেল সেন্টারে আনা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে চবি ছাত্রলীগের উপসাহিত্য ও পাঠ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দীন ফয়সাল পারভেজ বলেন, ‘রাতের খাবার খেয়ে শাহরিয়ার শাহজালাল হলের সামনে গেলে কোন কারণ ছাড়াই উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের কর্মীরা তার ওপর হামলা চালায়।’

তবে এ অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বিপুল বলেন, ‘ঘটনার সময় আমি ক্যাম্পাসেই ছিলাম না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

এদিকে হাটহাজারি মডেল থানার এসআই মো. আলাউদ্দিন বলেন, ‘ছাত্রলীগের দুপক্ষের কর্মীদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে একজন কর্মী আহত হয়েছে বলে খবর পেয়েছি।’

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর ভিএক্স পক্ষের তিনজনকে কুপিয়ে আহত করেছিল একাকার পক্ষের কর্মীরা। সুত্র: সমকাল

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print