t আগ্রাবাদ থেকে বারিক বিল্ডিং এখন থেকে আর রিকশা চলবে না – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আগ্রাবাদ থেকে বারিক বিল্ডিং এখন থেকে আর রিকশা চলবে না

রিকশামুক্ত আগ্রাবাদ সড়ক।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রিকশামুক্ত আগ্রাবাদ সড়ক।

চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়ে নগর ট্রাফিক পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে ব্যাস্ততম এই সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানায় ( চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ)। সিএমপি।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে যানজট কমাতে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও ব্যাস্ত সড়কগুলোতেও পর্যায়ক্রমে রিকশা চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানায় নগর ট্রাফিক বিভাগ।

ব্যাংক পাড়া ও বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত আগ্রাবাদের ওপর দিয়ে যাওয়া এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এ ছাড়া বিমানবন্দরগামী যাত্রীরা ও চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) ও কর্ণফুলী রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) অবস্থিত কারখানার গাড়িগুলো ওই সড়ক ব্যবহার করে।

কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়ক যানজটের কারণে প্রায় সময়ই স্থবির থাকে। বিশেষ করে দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং অংশে সড়কে প্রচণ্ড যানজট লেগে থাকে। রিকশার কারণে এ যানজট সৃষ্টি হয় বলে দাবি ট্রাফিক বিভাগের।

ওই সড়ক দিয়ে প্রতিদিন ৪,০০০ রিকশা চলাচল করতো বলে জানায় রিকশা মালিক পরিষদ। তারা ওই সড়ক থেকে রিকশা তুলে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে।

রিকশামুক্ত আগ্রাবাদ সড়ক।

এদিকে এই সড়কে রিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সিএমপি’র পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে। সড়কটি দিয়ে ব্যাংক ও বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, চট্টগ্রাম সমুদ্র বন্দর, বিমানবন্দর, সিইপিজেড (চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেজিং জোন), কেইপিজেড ( কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা ) সহ গুরুত্বপূর্ন রুটে যান চলাচল করে।

ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. তারেক আহমেদ বলেন বিমানবন্দর সড়কের ব্যস্ততম অংশ দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রিকশা চলাচল বন্ধে পূর্বের সিন্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে তা কার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, “পাইলট প্রকল্প হিসেবে ওই অংশে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। যানজট কমলে নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা বন্ধ করা হবে।”

রিকশা মালিক পরিষদের সভাপতি মো: সিদ্দিক মিয়া বলেন, “আমরা ১৯৮৬ সাল থেকে সড়ক থেকে রিকশা তুলে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। বর্তমানে ভিআইপি ওই সড়ক দিয়ে নিয়মিত যানজট লেগে থাকার কারণে সরকারী সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে রিকশা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মো: সিদ্দিক মিয়া বলেন, দেওয়ানহাট থেকে আগ্রাবাদ বারিক বিল্ডিং পর্যন্ত প্রতিদিন ৪,০০০ রিকশা চলাচল করে। নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স প্রাপ্ত রিকশা আছে ৭০,০০১ টি।

তবে সিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে চট্টগ্রাম নগরীতে লাইসেন্স প্রাপ্ত এবং লাইসেন্স ছাড়া ১ লাখ রিকশা চলাচল করে।

ওই সড়ক দিয়ে যাতায়াতকারী একটি তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “ব্যস্ততম এই সড়কে যানজটের অন্যতম কারণ ছিল রিকশা। প্রায়শই যানজটের কারণে অফিসে যেতে দেরি হয়ে যেত। এই সড়কে রিকশা চলাচল বন্ধ হওয়ায় যানযট কমার পাশাপাশি আমাদের ভোগান্তিও কমে আসবে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print