
চট্টগ্রামে পটিয়ায় উপজেলার মনসার টেক লোকয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরে মধ্য ২ জনের নাম জানা গেলে একজনের নাম পরিচয় জানা যায়নি। তারা হলেন, আবু বক্কর (৫০), সুব্রত তালুকদার (৩০)। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চত করে পটিয়া থানার এসআই শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা গাছের সাথে ধাক্কা খায়। এতে কয়েকজন আহত হয়। আহতদেরকে চমেক হাসপাতালে নেয়ার পর তিন জনের মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে, চট্টগ্রাম শহর থেকে নগরী থেকে যাত্রীবাহি একটি লেগুনা পটিয়া সদর যাওয়ার সময় উপজেলার মনসার টেক বাদামতলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৭ জন যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর চমেক হাসপাতালে ২ জন এবং চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
এদিকে আহত আরো ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।